ঢাকা ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোটা আন্দোলন আদালতের মাধ্যমে সমাধান করতে হবে

বিমান মন্ত্রী
কোটা আন্দোলন আদালতের মাধ্যমে সমাধান করতে হবে

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, দেশে অনেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কোটা আন্দোলন আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। কোটা নিয়ে ছাত্রছাত্রী যারা রাস্তায় নেমেছে তাদের বুঝতে হবে। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনকারীদের কোনো লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না। আন্দোলন করে শিক্ষা জীবন এভাবে নষ্ট করে লাভ হবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মদ ফারুক খান বলেন, দেশ আজকে উন্নয়নের দিকে যাচ্ছে। কেউ কেউ দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের স্মৃতিচারণ করে বিমানমন্ত্রী বলেন, আমার রাজনীতিতে সাহারা আপার অনেক বড় একটা ভূমিকা ছিল। আমাদের আইনগত কোনো সমস্যা হলে আমরা ওনার কাছে যেতাম। ওনি যেকোনো সময় আমাদের সাহায্য করতেন। আওয়ামী লীগ নেতা এমএ করিমের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জগলুল কবিরের সঞ্চালনায় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বক্তব্য দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত