ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেনজীরের বাংলো তল্লাশি শেষে যা জানালেন কর্মকর্তারা

বেনজীরের বাংলো তল্লাশি শেষে যা জানালেন কর্মকর্তারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সিলগালা করা বাংলো বাড়িতে তল্লাশি করেছেন জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা। দুদকের করা মামলায় হাইকোর্টের আদেশে গতকাল বুধবার দুপুরে বাংলোটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে কর্মকর্তারা জানান, বাংলোটিতে একটি পরিবারের সাধারণ প্রয়োজনীয় আসবাবপত্রের চেয়ে বেশি কিছু পাওয়া যায়নি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল আলম, দুদকের উপ-পরিচালক মঈনুল হাসান রওশানী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকারসহ আরো অনেকে। তল্লাশি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম বলেন, আদালতের নির্দেশে গত শনিবার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বাড়িটি জব্দ করা হয়। বাড়িটির দরজাগুলোতে আধুনিক সিকিউরিটি সিস্টেম (তালা) থাকায় সেদিন মালামাল জব্দ করা যায়নি। আজ সেই বাড়িটির দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় তার বাড়িতে থাকা বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বাংলোটিতে কি কি মালামাল পাওয়া গেছে- জানতে চাইলে তিনি বলেন, একটি পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া তেমন কিছু ছিল না বাড়িটিতে। দুদকের উপ-পরিচালক মঈনুল হাসান রউশানী বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কর্তৃক বেনজীর আহমেদের বাড়ির মালামাল জব্দ করার নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বাড়িটির মালামাল জব্দ করা হয়েছে। আদালতে মালামালের জব্দ তালিকা দেওয়া হবে। জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় আনন্দ হাউজিং সোসাইটিতে কৃত্রিম লেক রয়েছে। লেকের পাশে ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির মালিক সাবেক আইজিপি বেনজীর আহমেদ। আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা কেনেন তিনি। পরে বছর চারেক আগে এই জমিতে বাড়ি করেন বেনজীর। বাড়িটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত