ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে গ্যাস সরবরাহ স্বাভাবিক

চাঁদপুরে গ্যাস সরবরাহ স্বাভাবিক

চাঁদপুরে গত তিন দিন যাবত বিভিন্ন যানবাহন, শিল্প কারখানা, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল রেস্তোরাঁ ও বাসাবাড়িতে গ্যাস সরবাহ বন্ধ থাকার পর গতকাল দুপুরের পর পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসে গ্যাসের কার্যক্রম চালু হয়েছে। এতে করে সিকি কোটি চাঁদপুর জেলাবাসীর মধ্যের হতাশা কেটে তারা স্বাভাবিক অবস্থায় যাওয়ায় জনমনে স্বস্তি ফিরে পেয়েছে। যার ফলে গতকাল শুক্রবার বিকাল থেকে সকল প্রকার গ্যাস সংশ্লিষ্ট কার্যক্রম চালু হতে দেখা গেছে। এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার সুযোগ গ্রহণ করে চাঁদপুর শহরসহ বিভিন্ন স্থানের হোটেল রেস্তোরাঁগুলোর মালিকরা অতিরিক্ত দামে বেশি মুনাফা করে রান্না করা খাবার বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়েছে বলে ভোক্তা ও ক্রেতারা অভিযোগ করে জানিয়েছেন। চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাসের সঞ্চালন পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হওয়ায় চাঁদপুরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ৬০ ঘণ্টা জেলা সদর, ৮টি উপজেলা ও আশপাশের এলাকার আবাসিক লাইনের গ্রাহকরা গ্যাস থেকে বঞ্চিত ছিল। যার ফলে ভুক্তভোগী গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। গতকাল বিকেল থেকে চাঁদপুর শহরের কিছু আবাসিক লাইনে গ্যাস আসতে শুরু করে। ধীরে ধীরে সন্ধ্যা পর্যন্ত সব গ্রাহকই গ্যাস পাচ্ছেন। বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক। শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন তথ্যই জানাগেল। গত বুধবার চাঁদপুর শহর, শহরতলী ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব গ্যাসলাইন সংযোগে গ্যাসের চরম সংকট দেখা দেয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। কোনো ধরনের নোটিশ কিংবা কোম্পানির পক্ষ থেকে মাইকিং না করায় অনেকে রান্না করতে পারেনি সেইদিন। ফলে লোকজন হোটেল থেকেই খাবার এনে খেতে হচ্ছে। গত তিন দিন এই গ্যাস সরবরাহ বন্ধ ছিল। গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এই বিষয়ে গ্রাহকদের উদ্দেশ্যে কর্তৃপক্ষ কোনো ধরনের মাইকিংও করেননি। ওইদিন রাতেই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর কার্যালয়ের ম্যানেজার মোবারক হোসেন সরবরাহ লাইনের সমস্যার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার মুন্সীবাড়ির ফাতেমা ইসলাম বলেন, হুট করে গ্যাস না থাকায় অনেক দুর্ভোগে পড়তে হয়েছে। সেটা যদি ২-৩ ঘন্টার হতো, মেনে নেয়া যেতো। কিন্ত তিন দিন ধরে গ্যাস নেই বাসায়। যার কারণে রান্না বান্না করা হয়নি। বাহিরের খাবার খেতে হয়েছে। বিকালে গ্যাস আসায় এখন স্বস্তি লাগছে। নিউ ট্রাক রোড এলাকার বাসিন্দা শিক্ষার্থী মানসুর আহমেদ মিরাজ বলেন, এমন পরিস্থিতি কখনো হয়নি। গ্যাসের সাথে বিদ্যুতেরও সমস্যা হয়েছে। খাবার কিনতে লাইনে দাঁড়াতে হয়েছে। খুবই সমস্যায় ছিলাম। শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কের বাসিন্দা সুমনা বেগম বলেন, গ্যাস ছিলো না অনেক সমস্যাই হয়েছে। কিনে আনতে হয়ে খাবার বাহিরের থেকে। বাহিরের খাবার বেশি একটা খেতে ভালো না লাগলেও উপায় ছিলো না। দুইদিন পর গ্যাস আসাতে খুবই ভালো লাগছে। নিজের মতো করে রান্না করে খাবার খেতে পারছি। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কুমিল্লা কার্যালয়ের ব্যবস্থাপক (হিসাব বিভাগ) সৈকত হোসেন জানান, কোম্পানির চট্টগ্রাম আনোয়ারা ও ফৌজদারহাট প্রজক্টের পাইপলাইনে লিকেজ দেখা দেয়। মেরামতকাজ চলছে। প্রাকৃতিক কোকো সমস্যা না দেখা দিলে শুক্রবারের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর কার্যালয়ের ম্যানেজার মোবারক হোসেন বলেন, এমন পরিস্থিতির জন্য আমরা সম্মানিত গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করছি। সকালে চট্টগ্রাম থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও চাঁদপুরে চালু হতে একটু দেরি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত