ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রপ্তানি নিয়ে ইপিবি বাংলাদেশ ব্যাংক দুই রকম তথ্য

রপ্তানি নিয়ে ইপিবি বাংলাদেশ ব্যাংক দুই রকম তথ্য

২০২৩-২৪ অর্থবছরে রপ্তানির পরিমাণ বেড়েছে নাকি কমেছে এটা নিয়ে দুই রকম তথ্য দিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি ও বাংলাদেশ ব্যাংক। ইপিবি বলছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ১১ মাসে পণ্য রপ্তানি ২ শতাংশ বেড়েছে। অপরদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সময়ে পণ্য রপ্তানি কমেছে ৪ দশমিক ২৮ শতাংশ। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানায়, বিদায়ী অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ১১ মাসে চার হাজার ৭৩ কোটি ডলারের প্রকৃত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২৮ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মে সময়ে রপ্তানি হয়েছিল চার হাজার ২৫৫ কোটি ডলারের পণ্য।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, শুধু গত মে মাসে ৪০৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের মে মাসের তুলনায় ৭ দশমিক ৩৯ শতাংশ বেশি। গত বছরের মে মাসে ৩৮১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এর অগে ইপিবি বলেছিল, বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) রপ্তানি হয়েছিল পাঁচ হাজার ১৫৪ কোটি ডলারের পণ্য। এই রপ্তানি তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে ৫ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এ ছাড়া শুধু মে মাসে ৪০৭ কোটি ডলারের পণ্য রপ্তানি তথ্য দেয় সংস্থাটি। এই রপ্তানি ২০২৩ বছরের মে মাসের তুলনায় ১৬ শতাংশ কম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত