ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে জাপান
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে এশিয়ার দেশ জাপান। দেশটির রাজধানী টোকিওতে এক বৈঠকে আলোচনার সময় এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। ইরানের সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ইউরোপের তিনটি দেশ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকাও। সর্বশেষ গত ২১ জুন এশিয়ার দেশ আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জাপানের রাজধানী টোকিওতে দেশটির ন্যাশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেন, জাপান মধ্যপ্রাচ্যে চলমান ‘শান্তি প্রক্রিয়ার’ অগ্রগতির ওপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। এই বৈঠকে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতিও উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার সরকার ফিলিস্তিনে কয়েক দশকব্যাপী ইসরায়েলি দখলের বিপরীতে প্রস্তাবিত ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ সমর্থন করে। জাপান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা বোঝে এবং এই লক্ষ্য অর্জনে চলমান প্রচেষ্টাকে সমর্থন করে। এর আগে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানান। আরব লীগের মহাসচিব জাপান ন্যাশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত পঞ্চম জাপান-আরব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে ফিলিস্তিন প্রশ্নে দ্বিরাষ্টীয় সমাধানের প্রতি ইঙ্গিত করেন।
তিনি বলেন, এটাই একমাত্র সমাধান। ইসরায়েল কর্তৃক সংঘটিত বর্ণবাদ, ফিলিস্তিনি ভূমি সংযুক্তকরণ ও তাদের ওপর নিপীড়ন বাস্তবসম্মত সমাধান নয়।