১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে আরো চার দিনের পরীক্ষা বন্ধ করা হয়েছে। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আর আগামী ৪ আগস্ট অনুষ্ঠেয় পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে। পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ২৮ জুলাই সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার সকালের বিষয় অর্থনীতি (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র, প্রকৌশল ও অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র (ঐচ্ছিক-১), প্রকৌশল ও অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র (ঐচ্ছিক-২) এবং প্রকৌশল ও অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র (ঐচ্ছিক-৩)। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতার কারণে এর আগেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চার দিন স্থগিত করা হয়। গত ১৮ জুলাই স্থগিত হওয়া এইচএসসির সকালের পরীক্ষা ছিল ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং বিকালে ছিল উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) প্রথমপত্র, আরবি প্রথমপত্র, পালি প্রথমপত্র।