কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা

কক্সবাজারে মামলা বেড়ে ছয়, গ্রেপ্তার ৪৫

এজাহারনামীয়সহ মোট আসামি সাড়ে ১৭০০

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার ঘটনায় কক্সবাজারে মামলা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে। ওই ছয় মামলায় এজাহারনামীয়সহ সাড়ে ১৭০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র মতে, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানায় পাঁচটি ও চকরিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়। এর মধ্যে কক্সবাজার ও চকরিয়ার তিনটি মামলার বাদী পুলিশ, একটি মামলা আওয়ামী লীগ, একটি মামলা ছাত্রলীগ ও একটি মামলার বাদী কক্সবাজার জেলা জাসদ। ছয় মামলায় এজাহারনামীয়সহ সাড়ে ১৭০০ জনকে আসামি করা হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের সূত্র মতে, কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার ঘটনায় মামলায় গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ২৭ জন কারাগারে প্রেরণ করা হয়েছে। সূত্রটি বলছে, কারাগারে তাদের আলাদাভাবে রাখা হয়েছে। কক্সবাজার আদালতের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গত বুধবার সকালে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তারকৃত ১৯ জনের জামিন প্রার্থনা করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আগামী রোববার, সোমবার ও মঙ্গলবার পৃথক শুনানির দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার নতুন করে গ্রেপ্তারকৃত ৮ জনের জামিন শুনানি হয়নি বলে দাবি করেন সূত্রটি।