গুনগুন করে গান গাইতে গাইতে অনেক সময়ই পুরো গানটি শুনতে ইচ্ছে করে। কিন্তু বিপত্তিটা ঘটে তখন যখন সুর মনে থাকলেও কিছুতেই গানের কথা মনে পড়ে না। তাহলে কি করে অনলাইনে গান খুঁজে পাওয়া সম্ভব? এ সময় এক অদ্ভুত অস্থিরতা কাজ করে মনে। তবে এর সমাধান কিন্তু রয়েছে। গুগলের সার্চ সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট গানের সুর গুনগুন করে গাইলেই কাঙ্ক্ষিত গানটি অনলাইনে সহজে খুঁজে পাওয়া যায়। গুগলের এ সুবিধা ব্যবহার করে বাংলা, ইংরেজিসহ ২০টির বেশি ভাষায় পছন্দের গান খুঁজে পাবেন। চলুন জেনে নেই কীভাবে সুবিধাটি ব্যবহার করবেন- শুরুতেই আপনার স্মার্টফোন থেকে গুগল অ্যাপে প্রবেশ করুন। এরপর সার্চবারের নিচে থাকা ‘সিং’ নামের অপশন চালু করুন। এরপর কাঙ্ক্ষিত গানের সুর ১০ থেকে ১৫ সেকেন্ড গুনগুন করে উচ্চারণ করলেই একটি প্রাসঙ্গিক বিভিন্ন গানের ফলাফল তালিকা দেখা যাবে। ফলাফলে গানের নাম, শিল্পীর নাম ও উচ্চারণ করা সুরের সঙ্গে কত শতাংশ মিলেছে সেটিও দেখা যাবে। এবার প্রদর্শিত ফলাফল থেকে কাঙ্ক্ষিত গানের বাটনে প্রেস করলেই পেজ চালু হবে এবং গান শোনা যাবে।