ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

খানসামায় ভুট্টার বাম্পার ফলন

কৃষকের মুখে হাসি
খানসামায় ভুট্টার বাম্পার ফলন

দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। এ উপজেলায় অধিকাংশ কৃষক ধান চাষের পাশাপাশি স্বল্প খরচ ও অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিঘা প্রতি ফলন পাচ্ছেন ৬৫ থেকে ৭০ মণ। মাঠ থেকে ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে এখন ভুট্টার দামও ভালো পাচ্ছেন তারা। উপজেলার বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা ভুট্টা প্রতি মণ বিক্রি হচ্ছে ১১০০ টাকা থেকে ১১৫০ টাকা। আর শুকনা ভুট্টা বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। সরেজমিন উপজেলার গোবিন্দপুর, গোয়ালডিহি, কাচিনীয়া, খামারপাড়া, আঙ্গারপাড়া, হোসেনপুর, টংগুয়া, ধর্মপুর, দক্ষিণ বালাপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে বিস্তীর্ণ ভুট্টাখেত। সাধারণত নভেম্বর ও ডিসেম্বর মাসে ভুট্টার বীজ বপন করা হয়। এপ্রিলের শেষ ও মে মাসের প্রথম সপ্তাহ থেকেই এ ভুট্টা ক্ষেত থেকে উত্তোলন শুরু হয়। কিছু কিছু খেতে গাছের আগা ও পাতা ছেঁটে ফেলা হয়েছে, যেন ভুট্টার মোচায় রোদের তাপ লাগতে পারে। অধিকাংশ ক্ষেতে গাছ থেকে ভুট্টার মোচা তোলা ও সংগ্রহকাজে উপজেলাজুড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে অধিক লাভের ফলে প্রতি বছর ভুট্টা চাষ বৃদ্ধি পাচ্ছে। গত ২০২২-২৩ মৌসুমে এ উপজেলার ৬টি ইউনিয়নে ভুট্টা চাষ হয়েছে ৮ হাজার ২৮৫ হেক্টর। এদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ হয়েছে ৮ হাজার ৪৯০ হেক্টর। উপজেলার চাকিনিয়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, এবার শীতের প্রকোপ বেশি থাকা, সঠিক সময়ে বৃষ্টিপাত এবং রৌদ্রের প্রখরতা তেমন না থাকায় ভুট্টার ফলন ভালো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত