ঢাকা ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে ছয় মামলা

পুলিশের খাঁচায় ৫২ কারাগারে ৩৪

পুলিশের খাঁচায় ৫২ কারাগারে ৩৪

কোটা আন্দোলনকে কেন্দ্র করে কক্সবাজার শহর ও চকরিয়ায় সংঘটিত হামলা, ভাঙচুর ও ছাত্রলীগের ৪ নেতাদের মারধরের ঘটনায় দায়ের করা ৬ মামলায় আরো ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলামবিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারে মোট ৬টি মামলা করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ভিডিও, ছবি দেখে যাদের শনাক্ত হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এইদিকে আদালতের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পুলিশের খাঁচায় ৫২ জন গ্রেপ্তার হলেও কারাগারে প্রেরণ করা হয়েছে ৩৪ জনকে। জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র মতে, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানায় পাঁচটি ও চকরিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়। এর মধ্যে কক্সবাজার ও চকরিয়ার তিনটি মামলার বাদী পুলিশ, একটি মামলা আওয়ামী লীগ, একটি মামলা ছাত্রলীগ ও একটি মামলার বাদী কক্সবাজার জেলা জাসদ। ছয় মামলায় এজাহারনামীয়সহ সাড়ে ১৭০০ জনকে আসামি করা হয়েছে। কক্সবাজার আদালতের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গত বুধবার সকালে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তারকৃত ১৯ জনের জামিন প্রার্থনা করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আগামী রোববার, সোমবার ও মঙ্গলবার পৃথক শুনানির দিন ধার্য করা হয়। কোটা আন্দোলনের শুরুতে কক্সবাজারের সার্বিক পরিস্থিতি শান্ত ছিল ও স্বাভাবিক ছিল। কিন্তু ১৬ জুলাই বেলা ১১টার দিকে মিছিল করে কক্সবাজার-চট্টগ্রাম সড়কের লিংকরোড এলাকায় অবস্থান নেয় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এরপর থেকে পর্যটন শহরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত