ভিপিএন ব্যবহারের আগে যা যা জানা প্রয়োজন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ডিজিটাল জগতে, অনলাইনে প্রাইভেসি সুরক্ষা, নিরাপত্তা বাড়ানো ও অপ্রবেশযোগ্য কনটেন্ট দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’ বা ‘ভিপিএন’। বিভিন্ন সময়ে চীন’সহ বিভিন্ন দেশে ভিপিএন-এর সহায়তায় অনলাইন এক্সেস করার কথাও উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

ভিপিএন কী?

ভিপিএন হলো এমন এক ধরনের নেটওয়ার্ক কাঠামো, যেখানে কোনো প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে ভার্চুয়াল উপায়ে অন্য এক বা একাধিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ মেলে। এর ফলে, পাবলিক নেটওয়ার্কেও নিজস্ব প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা পাওয়া যায়।

কী কী সুবিধা পাওয়া যায় ভিপিএন থেকে?

অনলাইনে প্রাইভেসি বাড়ানো : ভিপিএন ব্যবহারের প্রাথমিক সুবিধাগুলোর একটি হলো ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ এনক্রিপ্ট করার সক্ষমতা, যার ফলে বিভিন্ন ‘আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার)’, হ্যাকার, সরকারি লোকজনের ‘বদনজর’ থেকে রেহাই পাওয়ার সুযোগ মেলে।