ঢাকা ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাষ্ট্রদ্রোহ আইনে তাদের বিচার হোক

বললেন রওশন এরশাদ
যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাষ্ট্রদ্রোহ আইনে তাদের বিচার হোক

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, সশস্ত্র সন্ত্রাসীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষাও আমি হারিয়ে ফেলেছি। যারা দেশের এতো বড় ক্ষতি করেছে রাষ্ট্রদ্রোহ আইনে তাদের বিচার হোক। কোনো নাগরিক তার দেশের সম্পদের এভাবে ক্ষতি করতে পারে না। যারা করেছে তারা দেশের শত্রু। গতকাল শনিবার কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন, স্বাস্থ্য অধিদফতর, মিরপুর ১০নং ক্ষতিগ্রস্ত মেট্রোরেলস্টেশন পরিদর্শন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রওশন এরশাদ বলেন, মিডিয়ার মাধ্যমে আমি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ছবি দেখে বিশ্বাস করতে পারিনি। তাই আজ নিজের চোখে এই ধ্বংসযজ্ঞ দেখতে এসেছি। এই বয়সে দেশের এমন ছবি দেখতে হবে তা ভাবতেও পারিনি। এই ক্ষতি হয়তো পুষিয়ে উঠতে সরকারের কষ্ট হবে কিন্তু মনের ক্ষত আমরা মুছতে পারবো না।

তিনি বলেন, দেশের কোমলমতি ছাত্র সমাজ ন্যায়সঙ্গত কিছু দাবি জানিয়েছিল। আমরাও তাদের দাবির প্রতি সমর্থন দিয়েছিলাম এবং মহামান্য সুপ্রিমকোর্টের রায়ে ছাত্রদের দাবি বাস্তবায়িত হয়েছে। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে চক্রান্তকারীদের অনুপ্রবেশ ঘটায় আন্দোলনে সহিংসতা দেখা দেয়। তার জন্য অনেক ছাত্রের অমূল্য জীবন হারিয়ে যায়। এ সময় জাপার কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত