সরকারের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি জানান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকদের গ্রেপ্তার, রিমান্ডের নিন্দাও জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নুরুল হক নূরকে আদালতে রিমান্ড শেষে নিয়ে আসার সময় গণমাধ্যমে যে চিত্র এসেছে তা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে। রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে, তিনি দাঁড়াতেই পারছেন না। তারা মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে। এ ধরনের বর্বরোচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরো ঘনীভূত করবে। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত প্রায় ৩৫ জন জাতীয় নেতা ও অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়েছে।