অস্ট্রেলিয়ার হাঙরের হামলায় ছিন্ন হওয়া একটি পা সমুদ্রসৈকতে ভেসে এসেছে। সম্প্রতি এক সারফারের ওপর হামলা চালায় হাঙর। ওই সময় তার একটি পা ছিন্ন হয়ে যায়। ছিন্ন হওয়া এই পা-টি উদ্ধার করেন এক পুলিশ কর্মকর্তা। এরপর বরফ দিয়ে এটি সংরক্ষণ করেন তিনি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সেভেন নিউজ জানিয়েছে, কাই ম্যাকেঞ্জি নামের ২৩ বছর বয়সি এক সারফার পোর্ট ম্যাকুয়েরারের সমুদ্রসৈকতে হাঙরের হামলার কবলে পড়েন। ওই সময় ম্যাকেঞ্জি হাঙরটির সঙ্গে লড়াইয়ের চেষ্টা চালান। কিন্তু হাঙরের কামড়ে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরও লড়াই চালিয়ে যান তিনি। এরপর ফিরতি ঢেউয়ের মাধ্যমে ফিরে আসতে সমর্থ হন। তবে ওই সময় তার পা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তার ছিন্ন পা-টি পরবর্তীতে আরেকটি সমুদ্রসৈকতে ভেসে আসতে দেখা যায়। ভাগ্যক্রমে তখন সৈকতে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি আহত ম্যাকেঞ্জির পা বেঁধে ফেলেন যেন আর রক্ত না ঝরে। এরপর তাকে দ্রুত নেয়া হয় জন হান্টার নামের একটি হাসপাতালে। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। সেভেন নিউজ জানিয়েছে, যদি আবার যুক্ত করা যায়- এমন চিন্তা থেকে হাসপাতালে ছিন্ন পা-টি নিয়ে যাওয়া হয়েছে। সারফিং করতে গিয়ে গত বছর আহত হয়েছিলেন ম্যাকেঞ্জি। সুস্থ হয়ে আবারো সারফিংয়ে ফিরেই পা হারিয়েছেন তিনি।