স্বাধীন তদন্তের আহ্বান অস্ট্রেলিয়ার

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।

একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছে দেশেটি। ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় অস্ট্রেলিয়া গভীরভাবে উদ্বিগ্ন।

আমরা সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারসহ সর্বজনীন মানবাধিকারের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করছি। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মৃতির প্রতি ৩০ জুলাই দেশব্যাপী শোক দিবসে পালনে সংহতি জানিয়েছে হাইকমিশন।