বাংলাদেশের পরিস্থিতির একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্র তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। গত সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ বিষয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়। মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা সারা বাংলাদেশে টেলিযোগাযোগ পরিষেবা চালুর বিষয়ে অবগত আছি। আমরা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলো পুরোপুরি চালু ও জনগণকে নিরবচ্ছিন্নভাবে তা ব্যবহারের সুযোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। এটি বাংলাদেশে অবস্থানরত আমেরিকান ও বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সুযোগ সৃষ্টি করবে।’
বাংলাদেশ পরিস্থিতি ও কর্তৃপক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু কংগ্রেস সদস্যের সমালোচনা এবং নিপীড়নের ব্যাপারে বাইডেন প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান নিয়ে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, ‘যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায়, তাদের সব প্রচেষ্টাকে আমরা অবশ্যই সমর্থন করি। কংগ্রেস সদস্যদের যোগাযোগ সম্পর্কিত সুনির্দিষ্ট বিষয়ে আমি কথা বলব না। তবে কংগ্রেসের কোনো সহকর্মীর প্রশ্নের আমরা সব সময় জবাব দিই।’