শিশু স্বাস্থ্য সুরক্ষা

ইউনিসেফের সহায়তা চাইলেন চসিক মেয়র

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে শিশু স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের জন্য জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনিসেফের সহায়তা চাইলেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ইউনিসেফের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহায়তা চান তিনি। প্রতিনিধি দলটিতে ছিলেন ইউনিসেফের আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকরা, ডেপুটি রিপ্রেজেনটেটিভ দিপীকা শর্মা, মিগোয়েল মেথোয়েস মোনোজ, ইউনিসেফ চট্টগ্রামের চীফ অব ফিল্ড অফিস মাধুরী ব্যানার্জী সভায় মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে ৫৬টি স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা করছে। এছাড়া আমাদের ৪টি মাতৃসদন হাসপাতালও রয়েছে। চট্টগ্রামের মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য রক্ষায় চসিক নেতৃত্ব দিচ্ছে। বিশেষ করে আমাদের টিকাদান কার্যক্রম অত্যন্ত বেগবান হওয়ায় শিশু স্বাস্থ্য রক্ষায় আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। ইউনিসেফ আমাদের সহায়তা দিলে নগরজুড়ে আমাদের যে স্বাস্থ্য অবকাঠামো আছে তা দিয়ে আরো বিপুল পরিমাণ মানুষকে আরো উন্নতসেবা দেয়া সম্ভব। এ সময় প্রতিনিধি দলটি চসিকের স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের ইউনিসেফের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা প্রমুখ।