অন্যরকম
হোটেলে ফিরতে গিয়ে গুগল ম্যাপ নিয়ে গেল জঙ্গলে
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ফেরার কথা ছিলে হোটেলে। সে ভাবেই লোকেশন দেয়া হয়েছিল গুগল ম্যাপে। পথ ধরে যেতে যেতে জঙ্গলে পৌঁছে গেলেন ৫ বন্ধু। সম্প্রতি ভারতে এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, ভারতের ওড়িশার সপ্তসজ্জা মন্দিরে বেড়াতে গিয়েছিলেন সুজিত্য সাহু, সূর্য প্রকাশ মোহান্তি, সুবান মহাপাত্র, হিমাংশু দাস এবং অরক্ষিতা মহাপাত্র নামে পাঁচ বন্ধু। তারা কটকের এক বেসরকারি কলেজের শিক্ষার্থী। মন্দির থেকে বেরিয়ে ফেরার রাস্তা খুঁজতে গিয়ে গুগল ম্যাপের সাহায্য নেন তারা। ম্যাপ ধরে কিছুক্ষণ যাওয়ার পর নিজেদের গভীর জঙ্গলে আবিষ্কার করেন। বাইকে করে তারা সপ্তসজ্জা মন্দিরে গিয়েছিলেন। পাহাড়ের ওপর মন্দির এবং তার সঙ্গে রয়েছে মঠ। ফেরার সময় ম্যাপ চালু করে এগোতেই কিছুক্ষণ বাদে তারা গভীর জঙ্গলে হারিয়ে যান। ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টা। বিকেল ৫.৩০ নাগাদ তারা পৌঁছান ভূশুনিখোলা এলাকায়। যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। দীর্ঘ প্রচেষ্টায় তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। ঢেঙ্কানাল পুলিশ এবং বন দপ্তরের পক্ষ থেকে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয় সেখানে। প্রায় ১১ ঘণ্টার প্রচেষ্টায় ওই পাঁচ বন্ধুকে উদ্ধার করা সম্ভব হয়।