রংপুরে আসছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদসহ ৬ জনের মৃত্যু এবং সহিংসতা নাশকতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন রংপুরে আসছে। বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সভাপতিত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন আগামী ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত কোটা আন্দোলনে নিহতদের মৃত্যুর কারণ, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্ত, সরকারি আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করবে।
গত বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান। তিনি জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সভাপতিত্ব গঠিত তদন্ত কমিশন প্রতিদিন সকাল ৯টা থেকে রংপুর সার্কিট হাউজে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। তদন্ত পরিচালনার সময় সাম্প্রতিক সময়ে সংঘটিত মৃত্যু, সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রত্যক্ষদশীর সব ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাযথ পরিচয়পত্র এবং উপযুক্ত প্রমাণকসহ তদন্ত কমিশনের কাছে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। নিহতদের বিষয়ে তদন্তের জন্য আগামী ৫ আগস্ট সোমবার সকাল ৯টায় সার্কিট হাউজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় সাক্ষ্য গ্রহণ করা হবে। ৬ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় পূর্ব শালবন এলাকার ইউসুফ আলীর ছেলে সাজ্জাদ হোসেন, পূর্বগণেপুর এলাকার মোকলেসুর রহমান মন্টুর ছেলে মোসলেম উদ্দিন মিলন, পূর্ব ঘাঘট পাড়ার মানিক মিয়ার মৃত্যুর ঘটনায় সাক্ষ্যগ্রহণ করা হবে। আগামী ৭ আগস্ট বুধবার সকাল ৯টায় নিউ জুম্মাপাড়ার শামসুল হকের ছেলে মেরাজুল ইসলাম এবং পূর্বশালবন এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় সাক্ষ্যগ্রহণ করা হবে। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান বলেন, নিহতদের মৃত্যুর কারণ এবং সহিংসতা নাশকতার ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য জেলাবাসীকে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। আমরা চাই একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হোক।