শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রতিটি মসজিদে মসজিদে মাগরিব নামাজের পর দোয়া এবং মোনাজাত করেছেন ইমামরা। গতকাল সোমবার সন্ধ্যায় মাগরিব নামাজে প্রতিটি মসজিদে দেশে স্বাধীনতা এবং মানুষের মাঝে যেন শান্তি ফিরে আসে এই দোয়া করা হয়। মোনাজাতে তারা বলেন, হে আল্লাহ আমাদের দেশে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে দাও। দেশকে শান্তির আবাসভূমি বানিয়ে দাও। সকল অশান্তি দূর করে দাও। যে সকল ছাত্র শহীদ হয়েছে, তাদের তুমি জান্নাতবাসী করো। আজ প্রতিটি মসজিদে মুসল্লিদের মাঝে অন্যরকম চিত্র দেখা গেছে। সবার চোখে মুখে ছিল স্বস্তির ভাব। তবে ইমামরা এতদিন পর এমন দোয়া করায় খুশি হয়েছেন মুসল্লিরা। মোহাম্মদপুর আল্লাহ করি মসজিদের সামনে এক মুসল্লি বলছিলেন, দেশে ১৮ বছর ধরে কোনো মসজিদে দেশের ন্যায়বিচার এবং শাসন নিয়ে কথা বলতে পারতেন না ইমামরা। কিন্তু আজ আমরা ভিন্ন চিত্র দেখলাম। ইমামরা সাহস ফিরে পেয়েছে। আমাদের দেশ এখন এগিয়ে যাবে পাশাপাশি আলেম ইমামরা বুক ফুলিয়ে কথা বলতে পারবেন।