অন্যরকম

১০০ কোটি ডলারের ডিভোর্স!

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দক্ষিণ কোরিয়ার ধনকুবের চে তায়ে-ওনকে বিবাহ বিচ্ছেদের পর সাবেক স্ত্রীর খোরপোষ বাবদ ১ লাখ ৩৮ হাজার কোটি ওন বা ১০০ কোটি ডলার দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে দামি ডিভোর্স। এক প্রতিবেদনে বলা হয়েছে, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন চে তায়ে-ওন। এ কারণে স্ত্রী রোহ সো-ইয়ংয়ের সঙ্গে ৩৫ বছরের বিবাহিত সম্পর্কের ইতি ঘটে। বিচ্ছেদের প্রায় এক দশক পরে সম্প্রতি খোরপোষ বাবদ এ অর্থ প্রদান করার নির্দেশ দেন সিউল হাইকোর্ট। জানা গেছে, চে তায়ে-ওন দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী বহুজাতিক কোম্পানি এসকে গ্রুপের চেয়ারম্যান। খোরপোশের অর্থের পাশাপাশি চে’র কোম্পানির শেয়ারও তার সাবেক স্ত্রী পাবেন বলে রায় দিয়েছেন সিউল হাইকোর্ট। এর আগে ২০২২ সালে পারিবারিক আদালত চেতায়ে-ওনকে ৬ হাজার ৬৫০ কোটি ওন দেয়ার নির্দেশ দিয়েছিল। এসকে গ্রুপের শেয়ার দেয়ার জন্য রোহ সো-ইয়ংয়ের অনুরোধ নাকচ করেছিল পারিবারিক আদালত। দক্ষিণ কোরীয় মুদ্রায় চে তায়ে-ওনের সম্পদের আর্থিক মূল্য প্রায় ৪ লাখ কোটি ওন ধরেছে আদালত। বিচ্ছেদ হওয়ায় চে’র সাবেক স্ত্রী এই সম্পদের আনুমানিক ৩৫ শতাংশ পাবেন। রায়ে বলা হয়েছে, রোহ সো-ইয়ং রাজনৈতিক পরিবারের হওয়ায় চে তায়ে-ওনের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং এসকে গ্রুপের সম্পদ বাড়াতে ভূমিকা রেখেছিলেন। এদিকে চে তায়ে-ওনের আইনজীবীরা বলেছেন, আদালতের এই আদেশ একতরফা। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন আইনজীবীরা।