সংখ্যালঘুদের ঘর-মন্দির পাহারার বিষয়টি ইতিবাচকভাবে দেখছি
রানা দাশগুপ্ত
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ঘরবাড়ি, দোকানপাট, মন্দির ও উপাসনালয়ে নিরাপত্তা দিচ্ছে ছাত্র-জনতা। তাদের উদ্যোগে খুশি সংখ্যালঘু লোকজন। বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। রানা দাশগুপ্ত গণমাধ্যমকে বলেন, দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির ও হিন্দু সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা দিচ্ছে। বিষয়টা আমরা ইতিবাচকভাবে দেখছি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ নতুন সরকার আসা পর্যন্ত সংখ্যালঘু এলাকা, প্রতিষ্ঠান ও মানুষকে তারা নিরাপত্তা দিক। রানা দাশগুপ্ত বলেন, দেশে মন্দির বা উপাসনালয়ে হামলার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এদিকে দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেসকিউ টিম গঠনের জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ব্যাপারে সমন্বয়ক এবি জুবায়ের বলেন, জেলাভিত্তিক সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রত্যেক জেলার জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি করে রেসকেউ টিম গঠন করুন। এই টিম নিয়ে একটি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করবেন এবং সেই গ্রুপে এবি জুবায়ের আমাকে অ্যাড করে দেবেন।
রেসকিউ টিমের কাজ হবে- নিজ নিজ জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কারো ওপর জুলুম হচ্ছে মর্মে সংবাদ পাওয়া গেলে দ্রুত সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা।