ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সোনামসজিদ ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

সোনামসজিদ ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে নেয়া হয়েছে বাড়তি সতর্র্কতা। আওয়ামী লীগ সরকারপ্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর এ ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি সদস্যরা কড়া নজরদাড়ি রাখছেন। পাসপোর্টধারী ভারত গমনেচ্ছুদের গুরুত্বসহকারে যাচাই-বাছাই শেষে অনুমতি দেয়া হচ্ছে যাওয়ার।

জানা গেছে- শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। এরইমধ্যে দেশের বিভিন্ন ইমিগ্রেশন দিয়ে ভারত পালানোর সময় আটক হয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। এদিকে গত মঙ্গলবার ভারত পালাবার সময় ইমিগ্রেশন চেকপোস্টে রাজশাহী সিটি কর্পোরেশনের-রাসিক হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হুদাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকাও উদ্ধার করে বিজিবি। তারপর থেকেই সতর্কাবস্থানে ইমিগ্রেশন পুলিশসহ বিজিবি সদস্যরা। সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জাফর ইকবাল বলেন, সরকারের পতনের দিনই ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন- রাজনৈতিক নেতা বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এনওসি (অনাপত্তিপত্র) ছাড়া ভারতে যেতে পারবেন না। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত