ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান উপস্থিতি কম

চট্টগ্রামে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান উপস্থিতি কম

চট্টগ্রামে খুলে দেয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর আদেশে নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। এদিকে, অভিভাবকরা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিঘœ থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না। গতকাল বৃহস্পতিবার সরকারি-বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। অনেক প্রতিষ্ঠানে ক্লাস চললেও তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। নামিয়ে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর ছবি। কলেজগুলোতেও নিরাপত্তার আশঙ্কায় শিক্ষার্থীর সংখ্যা কম দেখা গেছে। সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ওবাইদুর রহমান জানান, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও আমার

মনে হয় কলেজে পুরোদমে ক্লাস চালু হতে আরো সময় লাগবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আর কোনো ধরনের রাজনীতি দেখতে চাই না। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী জানান, দুই শিফটে ৭ হাজার শিক্ষার্থী রয়েছে।

এদের মধ্যে সব মিলিয়ে ২০০ জন এসেছে। এদিন কলেজিয়েট স্কুলে প্রাতঃশাখায় দুইজন শিক্ষার্থী ক্লাসে এসেছে। একই চিত্র ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাছিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানেও উপস্থিতি কম। আগামী রোববার থেকে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত