সুসংবাদ প্রতিদিন : কথায় আছে, গাছ ফলের ভার সহ্য করে, ফল নয়

১১৫ কেজি ওজনের ২ কাঁঠাল বিক্রি ৪৮০০ টাকায়

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শওকত আলী, চাঁদপুর

আশ্চার্যজনক হলেও সত্য, যা চোখে না দেখলে বুঝানো যাবে না। চাঁদপুরে একটি সরু (চিকন) কাঁঠাল গাছে ১১৫ কেজি ওজনের ২টি অনেক বড় আকারের কাঁঠাল ধরেছে। ২টি কাঁঠালের মধ্যে ১টি ৬০ কেজি ওজন, দাম ২৫০০ টাকা ও অপরটি ৫৫ কেজি ওজন, দাম ২৩০০’টাকা। ২টি কাঁঠালইস শহরের পুরানবাজার এলাকার ২ জনম ব্যবসায়ী করেছেন। একজনের নাম বাদশা বেপারী ও অপর ব্যবসায়ী হচ্ছে, শাহজাহান পাটওয়ারী। এ বিষয়ে কাঁঠাল দেখতে আসা অনেকের মন্তব, একজন সুঠাম দেহের অধিকারী ও অনেক শক্তিশালী ব্যক্তির পক্ষে এ ২টি কাঁঠাল ১২ ঘণ্টা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। সেখানে মহান আল্লাহ পাকের ইশারায় একটি সরু চিকন কাঁঠাল গাছ কয়েক মাস কি করে এ ২টি কাঁঠালের ভারবহন করে দাঁড়িয়ে থাকল। যা দেখতে অসংখ্য মানুষ ভিড় করে শহরতলীর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের জিলানী চিশতী কলেজ থেকে একটু অদূরে (উত্তরবাড়ী নামে খ্যাত) খলিল মিয়া গাজীতে। এ বাড়ির আনোয়ার হোসেন গাজীর একটি সরু, চিকন কাঁঠাল কাছে এ বছর ২টিই কাঁঠাল ধরে, শোভা পায়। এ কাঁঠাল দেখতে আসা উৎসুক জনতার মাঝ থেকে অনেকে বলে উঠেন, এত ছোট ও সরু-চিকন গাছটি কি করে কাঁঠাল ২টি ঝুলে আছে। এ সময় কথা ভেসে আসে, কথায় আছে না ‘গাছ ফলের ভার সহ্য করে, ফল নয়। উৎসুক জনতা বলেন, গাছে যত ফলই দরুক না কেন, গাছই ফলের ভার সহ্য করে। এটাই সৃষ্টির অলোকিক নিদর্শন। এ কাঁঠাল ২টি চাঁদপুর শহরে এনে বিক্রি করা হয়েছে, ৪৮০০ টাকায়। আহম্মদ হোসেন গাজী ওরফে লাদেন গাজীর রেলওয়ে কোর্ট স্টেশন সংলগ্ন এলাকার দোকানে। আহম্মদ হোসেন গাজী হ্েচ্ছ, যার গাছে কাঁঠালটি ধরে তার ভগ্নিপতি।