সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা

শাহবাগে সনাতনীদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার, নির্যাতন, ভাঙচুর, লুটপাট এবং হত্যাসহ নারকীয় অত্যাচারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে সনাতনী সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে এ সমাবেশ শুরু হয়। এতে রাজধানীসহ আশপাশের বিভিন্ন থানা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ যোগ দেন। তারা দ্রুত সময়ের মধ্যে সারাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা সনাতন সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ মন্দিরে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, অপরাধীদের ছাড় দেওয়ার সংস্কৃতি বন্ধ না হওয়ায় এ ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না। তারা বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বেড়েছে। দেশে যে কোনো রাজনৈতিক সংকটের প্রধান শিকার হতে হয় সংখ্যালঘুদের। কঠোর আইনের মাধ্যমে হামলাকারীদের বিচার নিশ্চিত করা গেলে তা নিয়ন্ত্রণ সম্ভব বলেও মনে করেন তারা। বাংলাদেশ গীতা পরিষদ, সনাতন ছাত্র সমাজ, সাউথ এশিয়ান দলিত ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারসহ বিভিন্ন সামাজিক ও ছাত্রসহ ধর্মীয় সংগঠন সমাবেশে যোগ দেয়।