ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সেনা ও র‌্যাবের উদ্যোগে সব থানার কার্যক্রম শুরু

সিরাজগঞ্জে সেনা ও র‌্যাবের উদ্যোগে সব থানার কার্যক্রম শুরু

সিরাজগঞ্জের ১২টি থানার কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। সেনা ও র‌্যাবের উদ্যোগে কর্মস্থলে ফিরে এসেছেন পুলিশ সদস্যরা। প্রায় ৮০ ঘণ্টা পর পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় জনমনে স্বস্থি ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশের ১১ দফা দাবিতে কর্মবিরতিতে থাকায় বন্ধ ছিল কার্যক্রম। এসব থানার কার্যক্রম চালু হচ্ছে এবং ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল শনিবার প্রায় দিনভর সেনাবাহিনী, র‍্যাব ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদের জেলার প্রায় সবকয়টি থানায় উপস্থিতিতে কার্যক্রম শুরু করা হয়। সবচেয়ে এ জেলার বেশি ক্ষতিগ্রস্থ এনায়েতপুর থানার কার্যক্রম শুরুর ঘোষণা করেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি সোয়াইব রিয়াজ আলম। ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই থানার ওসিসহ ১৫ পুলিশ ও ৩ ছাত্র জনতা নিহত হন । সে সময় দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়া হয় এনায়েতপুর থানা ভবন। এদিকে র‍্যাব-১২ ও সেনাবাহীনির সহযোগিতায় উল্লাপাড়া ও সলঙ্গা থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। এ সময় র‍্যাব-১২ এর অধিনায়ক মারুফ হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন আসমা খাতুন ও ওসি এনামুল হকসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ২ কর্মকর্তা পুলিশের উদ্দেশ্য দিকনির্দেশনাসহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া বেলকুচি থানার কার্যক্রম শুরু হচ্ছে। তবে এখনো ফিরে আসেনি স্বাভাবিক অবস্থায়। জেলা সদর থানা, তাড়াশ থানা ও কামারখন্দ থানার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলছেন, পুলিশ সদস্যরা এখন থানায় রয়েছে। থানা চত্বরে সেনা সদস্যরা রয়েছেন এবং কিছু কার্যক্রমও শুরু হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার) আলোকিত বাংলাদেশকে বলেন, জেলার সবকয়টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই থানা কার্যক্রম স্বাভাবিক হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত