আন্দোলনে ক্ষতিগ্রস্তদের
মামলা করুন বিচার হবে
যুব ও ক্রীড়া উপদেষ্টা
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে কোটা নিয়ে শুরু হওয়া আন্দোলনে হামলাকারী ও হত্যাকারীদের বিচারের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এসব ঘটনায় ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ লিখেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক অবস্থান নেয়ার সুযোগ নেই। আরেক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের কথাও জানিয়েছেন। গত জুলাই মাস থেকে শুরু হওয়া কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র আসিফ গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নেন।