উপদেষ্টাদের সতর্ক করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বক্তব্য দেয়ার সময় ৫ আগস্টে গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখলদারির ছাত্র রাজনীতি বন্ধ’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ আহ্বান জানান।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সতর্ক করে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতাকে মনে করিয়ে দিতে চাই, একই সঙ্গে যারা উপদেষ্টা আছেন, আজকে অনেক উপদেষ্টাকে দেখছি, খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেসব উপদেষ্টাকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন, আপনার সামনে যেন ৫ আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে।’ হাসনাত বলেন, ‘যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র-জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি, ঠিক একই ভাবে গদি থেকে নামাতেও দ্বিধাবোধ করবো না।’ এ সময় কয়েকটি দাবি জানিয়ে হাসনাত বলেন, ‘আজ খুনিদের পুনর্বাসন করার যে মেকানিজম করছেন, সেই চক্রান্তের বিষদাঁত আমরা ভেঙে দেবো। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের। আপনারা সচেতন হয়ে যান। ছাত্র-জনতা আপনাদের প্রতিহত করবে। সুতরাং খুনিদের পুনর্বাসনের কোনো চিন্তা করবেন না।’ গণমাধ্যমকে সতর্ক করে দিয়ে হাসনাত বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে, থাকবে। আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, জনতার কাতারে নেমে আসুন।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান সমন্বয়ক হাসনাত। তিনি বলেন, ‘হাসিনাকে প্রধান আসামি এবং সহযোগীদের আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। রক্তের দাগ এখনো শুকায়নি। বাতাস থেকে এখনো রক্তের গন্ধ যায়নি। আপনাদের স্পর্ধা হয় কী করে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদের পুনর্বাসন করবেন?’