ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আক্ষেপ জয়ের

আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টার ‘সৎ’ পরামর্শ কেউ মানলেন না

আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টার ‘সৎ’ পরামর্শ কেউ মানলেন না

সরকার পতন এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেয়া অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন সজীব ওয়াজেদ জয়। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের ‘সৎ’ পরামর্শ ‘কেউ মেনে নিতে পারল না’ বলেও আক্ষেপ করেছেন জয়, যিনি শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টার দায়িত্বে ছিলেন। গতকাল মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে জয় লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংঘটিত হতে বললেন। একই সঙ্গে এ দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটাও উল্লেখ করলেন। তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না জয়, উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিল। জয় তার পোস্টে উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ছবিও জুড়ে দিয়েছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দিয়ে সাখাওয়াত কথা বলেন বৃহস্পতিবার। সেখনে দেশ স্বাধীন করার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব দেয়ার কথাও স্মরণ করেন। তিনি বলেন, এতবড় মানুষের দল, যিনি এদেশ স্বাধীন করেছিলেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারো সন্দেহ থাকার কথাও নয়। উনি (বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান) স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সে দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে! যে দলের লোক এখন লুকিয়ে বেড়াচ্ছে। আমি ওনাদেরও কথা দিচ্ছি। আপনারাও দল গুছিয়ে নেন। আপনাদের দলকে কেউ তো নিষিদ্ধ করেনি।’ সেই সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে সাখাওয়াত বলেন, ‘আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গণ্ডগোল পাকানোর মানে হয় না, গণ্ডগোল পাকিয়ে তো লাভ হবে না। এতে লোকজন আরো ক্ষেপে উঠবে।’ উপদেষ্টার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাদের এক মাসের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত