স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণে আলটিমেটাম

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ সচিবালয়ের নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন।

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে এই আলটিমেটাম দেয়া হয়। মানববন্ধনে ১১ দফা দাবি তুলে ধরে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন, তাদের নিয়মবহির্ভূত ও অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন। কাজী তৌহিদুজ্জামান রাজু বলেন, ‘আমরা অনির্বাচিত সংসদের অবৈধ স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণের দাবিতে এখানে দাঁড়িয়েছি। তারা দুর্নীতিবাজ এবং সংসদ এখন দেউলিয়ায় পরিণত হয়েছে।’ মানববন্ধনে অংশগ্রহণকারীরা নানা দাবি করেছেন, যার মধ্যে রয়েছে- দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা প্রকাশ ও তাদের সংসদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ।

- জাতীয় সংসদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ।

- সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও আত্মীকরণ কর্মকর্তাদের চাকরিচ্যুতি।

- বর্তমান স্পিকারের আমলের সব নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনঃনিয়োগ।

- অবৈধভাবে চাকরিচ্যুত কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল।

- নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান।

- দুর্নীতি করে উপার্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা ও অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি।