আওয়ামী লীগকে নূর

শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাস্তার যা পরিস্থিতি তাতে ১৫ আগস্টকে কেন্দ্র করে শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

নুরুল হক নূর বলেন, একটি সরকার গঠিত হয়েছে। এখনো আমাদের অনেক ঝুঁকি রয়েছে, আশঙ্কা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন। বিপ্লবীদের দ্বারা কোথাও যাতে শৃঙ্খলার সৃষ্টি না হয়, কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময়ে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদের আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি আহ্বান জানিয়েছেন।

এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা এ সরকারের দায়িত্ব- মন্তব্য করে তিনি বলেন, এ সরকারের অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। কাজেই আমরা যদি সহযোগিতা না করি তারা সফল হতে পারবে না।

সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে নূর বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যারা দেশে আছেন, তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই। আমরা গত চার-পাঁচ বছর ধরে আপনাদের বলছিলাম যে, শেখ হাসিনা পালিয়ে যাবে। ওবায়দুল কাদের, সালমানরা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে, আপনাদের এ দেশে থাকতে হবে। আপনারা এমন কিছু কইরেন না, যাতে ক্ষমতার পটপরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা কথা শোনেননি, এখন জনগণ আপনাদের পেলে কি করবে আল্লাহ ভালো জানেন।