ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও খারাপ ব্যবহার বন্ধের দাবি

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও খারাপ ব্যবহার বন্ধের দাবি

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও সেবার মান বাড়াতে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এই স্মারকলিপি তুলে দেন ছাত্ররা। স্মারকলিপিতে সমন্বয়করা বলেন, বিমানবন্দরে প্রবাসীদের ইমিগ্রেশনে অযথা হয়রানি ও সময় বিলম্বের কারণে তাদের ভ্রমণ অনেক বেশি কষ্টকর হয়। এছাড়া প্রবাসীদের সঙ্গে বিমানবন্দরে খারাপ ব্যবহার বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসীদের যথাযথ সম্মান দেয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ বিমানের সেবার মান বাড়ানো ও টিকিটের দাম কমানোরও দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সকালে বিমানবন্দরের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষ এবং রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে যান। সে সময় বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তাদের কাছে বিভিন্ন অনিয়ম ও সমস্যার কথা উপস্থাপন করেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত