ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধভাবে অনুপ্রবেশ

মিয়ানমারের ১৩ সীমান্তরক্ষী আটক

মিয়ানমারের ১৩ সীমান্তরক্ষী আটক

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্যকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, গতকাল বুধবার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১৩ জন বিজিপি সদস্যকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে। তাদের বিজিবির তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। এ নিয়ে আগের আটক ১১০ জনসহ মোট ১২৩ বিজিপি সদস্যকে মিয়ানমার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। কিছুদিন শান্ত থাকার পর মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভুত পরিস্থিতিতে আবারো বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন সেখানকার রোহিঙ্গা বাসিন্দা ও বিজিপি সদস্যরা। গত ৬ ও ৭ আগস্ট মিয়ানমার থেকে নৌকাযোগে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ঢেউ ও ঝড়ের কবলে পড়ে দুটি রোহিঙ্গাবোঝাই নৌকা ডুবে নারী ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক রোহিঙ্গার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত