শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ছাত্র-জনতা বঙ্গবন্ধু জাদুঘরের পূর্ব ও পশ্চিম পাশের সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ মিছিল করে। দুপুরের পর বঙ্গবন্ধু জাদুঘরের সামনে গিয়ে দেখা যায়, পশ্চিম পাশের সড়কে জাদুঘরে প্রবেশের রাস্তার মুখে শত শত মানুষ ও উঠতি যুবক। তাদের প্রত্যেকের হাতেই লাঠি ও জাতীয় পতাকা। তারা থেকে থেকে স্লোগান দিচ্ছে। দুপুরের দিকে সেখানে হাজির হন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের সাংবাদিক ও ক্যামেরাম্যান। তারা এ সময় সেখান থেকে এক যুবকের বক্তব্য নিয়ে ভিডিও ধারণ করতে শুরু করেন। এ সময় আন্দোলনকারী ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। তারা স্লোগান দিতে থাকে-ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-খুনি হাসিনার ফাঁসি চাই। পরে তারা আরো নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় সেখানে আওয়ামী ভক্ত কয়েকজন শ্রদ্ধা জানাতে এলেও তারা বিক্ষোভকারীদের তোপের মুখে ফেরত যেতে বাধ্য হন। অন্যদিকে দুপুরের দিকে পূর্ব পাশের মেট্রো শপিং মলের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। সেই মিছিলে অন্তত শতাধিক ছাত্র-জনতা ছিল। মিছিলটি থেকে বারবার স্লোগান দেয়া হচ্ছিল হই হই রই রই-খুনি হাসিনা গেলো কই। শুধু এই সড়কই নয়, প্রধান সড়ক হয়ে ধানমন্ডি-৩২ বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশের সড়কটি কাঁটাতারে ঘেরা থাকায় সেখানে ছাত্র-জনতা বিক্ষোভ করতে থাকেন। তাদের সবার মুখে একটাই স্লোগান ছিল-খুনি হাসিনার ফাঁসি চাই।