সচিব পদে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মণ্ডসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেয়া হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জন-বিভাগের সচিব এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সব সেক্টরে সংস্কারের কাজ চলছে। এর ধারাবাহিকতায় প্রশাসনে সংস্কার করতে অবসরপ্রাপ্ত পাঁচ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।