ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব পাচ্ছেন জাপানি নারী ইটোকা

সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব পাচ্ছেন জাপানি নারী ইটোকা

গিনেস বিশ্ব রেকর্ডে সবচেয়ে বেশি বয়সি ব্যক্তির তালিকায় নাম লেখাতে যাচ্ছেন জাপানের ১১৬ বছর বয়সি এক নারী। গত ২১ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি জানায়, জাপানের সাবেক পর্বতারোহী তোমিকো ইতোকা এই টাইটেল অর্জন করতে যাচ্ছেন। ১৯০৮ সালের ২৩ মে তিনি জন্মগ্রহণ করেন। ১১৭ বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার গত ২০ আগস্ট মৃত্যু হওয়ায় এক্ষেত্রে তালিকায় নাম লেখাতে যাচ্ছেন ইতোকা। এই তিন সন্তানের মা ৭০ এর দশকেও পর্বতারোহন করেছেন। দুইবার তিনি জাপানের তিন হাজার ৬৭ মিটারের মাউন্ট ওনটেকে আরোহন করেছেন। এক্ষেত্রে তিনি হাইকিং বুটের পরিবর্তে গাইডকে অবাক করেছেন। তাছাড়া ১০০ বছর বয়সে তিনি কেইনের ব্যবহার ছাড়াই জাপানের আশিয়া মন্দিরের দীর্ঘ পাথরের ধাপে উঠেছিলেন। ২০২৩ সালে মারিয়া ব্রানিয়াসকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সি ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ১১৮ বছর বয়সে ফ্রান্সের নান লুসলি র‌্যানডমের মৃত্যুর পর তাকে এই স্বীকৃতি দেয়া হয়। সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন ফরাসি নারী জিন লুইস ক্যালমেন্ট, যিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিনে মারা যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত