বন্যার্তদের উদ্ধার

চিকিৎসাসেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রমে সশস্ত্র বাহিনী

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সশস্ত্র বাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার, চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তায় কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ৭,৩৪৫ জন বন্যাদুর্গত ব্যক্তিকে হেলিকপ্টার ও বোটযোগে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সর্বমোট ২৬,৮২৫ প্যাকেট খাদ্যসামগ্রী, ২,৭৯,০০০ কেজি শুকনা রশদ এবং ৩,৪৭০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে সর্বমোট ২,৩৫৭ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। ভোলার রাজাপুর ইউনিয়নে পানি বিপৎসীমার উপর দিয়ে অতিবাহিত হয়ে স্থানীয় এলাকাসমূহ প্লাবিত হওয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ, ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। বন্যাদুর্গত এলাকা ফেনী হতে জরুরি সেবা প্রদানের লক্ষ্যে গর্ভবতী মহিলাসহ অন্যান্য মুমূর্ষু রোগীদের বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি বাশারে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী বন্যাদুর্গত এলাকাসমূহে উদ্ধারকাজ ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের সেবাদান শুরু করেছে। উল্লেখ্য যে, বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর স্থাপিত ১১টি ক্যাম্পের পাশাপাশি সেনাবাহিনীর ৫টি, বিমান বাহিনীর ১২টি হেলিকপ্টার ও ৫টি পরিবহন যান, র‌্যাবের দুটি ও বিজিবির একটি হেলিকপ্টার ইউনিট মোতায়েন রয়েছে।