চাকরি খোঁজায় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম লিংকডইন। পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এটি। এখানে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। বর্তমানে বিশ্বে ১০০ কোটির বেশি ব্যবহারকারী আছে প্ল্যাটফর্মটিতে। এবার ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো শর্ট ভিডিও শেয়ার করার সুবিধা আনছে প্ল্যাটফর্মটি। অ্যাপে চাকরি সংক্রান্ত তথ্যের পাশাপাশি বিনোদনের জন্য থাকবে ছোট ছোট ভিডিও। থাকবে ‘ভিডিও’ ট্যাব। জানা গেছে, রেলেভ্যান্ট ভিডিওই যাবে ব্যবহারকারীদের ওয়ালে। সংস্থার দাবি, নতুন এই ফিচারের হাত ক্রিয়েটিভিটির হাবে পরিণত হবে এই অ্যাপ। এর আগে গেমিং ফিচার অ্যাড করেছিল লিংকডইন। বর্তমানে সবাই শর্ট ভিডিওর সঙ্গে পরিচিত। দিনভর হাজারো কাজের মাঝে একটু সময় পেলেই ঢুঁ মেরে আসেন ইনস্টাগ্রাম বা ফেসবুকের রিলস থেকে। আয়ও করছেন এই রিলস থেকে অনেকেই। এবার সেই সুবিধাই যুক্ত করলো লিংকডইন। মূলত ব্যবহারকারীদের সাইটটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এই ব্যবস্থা নিয়েছে সংস্থা।