সরকার উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রকাশ করা হয়। এছাড়া, উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলও নিয়োগ দেয়া হয়েছে। তাদের নিয়োগের প্রজ্ঞাপনও গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশ করা হয়। এই প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।