ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রধান বিচারপতির নির্দেশনা

বন্যাদুর্গতদের সুপ্রিমকোর্টের ত্রাণ বিতরণ

বন্যাদুর্গতদের সুপ্রিমকোর্টের ত্রাণ বিতরণ

সম্প্রতি দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এই বন্যায় দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলা প্লাবিত হয়েছে। এসব জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে তীব্র খাদ্য, ঔষুধ ও বিশুদ্ধ পানি সংকট। এমতাবস্থায়, প্রধান বিচারপতির নির্দেশনা মোতাবেক দেশের বন্যাকবলিত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফেনী ও নোয়াখালী জেলায় সংশ্লিষ্ট জেলা জজ আদালতের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিমকোর্ট কর্তৃক এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সুপ্রিমকোর্টের পক্ষ হতে বন্যাদুর্গত প্রতিটি পরিবারকে খাদ্যসামগ্রী হিসেবে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ৫০০ গ্রাম খেজুর, ২ প্যাকেট হাই প্রোটিন বিস্কুট, ৪ লিটার বিশুদ্ধ পানি, ১ প্যাকেট নুডলুস, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ২ লিটার ভোজ্য তেল এবং ঔষধসামগ্রী হিসেবে ১০ পিস ওরস্যালাইন, ২০টি প্যারাসিটামল/নাপা ট্যাবলেট, ১০টি মেট্রানিডাজল ট্যাবলেট, ২০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট(অয়ঁধঃধনং), ০১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়। এ ছাড়া, প্রতিটি পরিবারকে শিশু খাদ্য হিসেবে ১ প্যাকেট সুজি ও ১ লিটার পাস্তরিত দুধ সরবরাহ করা হয়। বাংলাদেশ সুপ্রিমকোর্টের প্রতিনিধি হিসেবে সরাসরি উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের সহকারি রেজিস্ট্রার (কোর্ট কীপিং) আকরামুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার (প্রসাশন) মো. ওমর হায়দার এবং কোর্ট কীপার ইউনুছ খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত