শাক খেলে রক্তচাপ কমে

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বয়স বাড়লে উচ্চ রক্তচাপ বাড়ে। এখন অল্প বয়সেও অনেকেরই উচ্চ রক্তচাপ দেখা দেয়। তাই সঠিক সময়ে নিয়ন্ত্রণে রাখতে হবে এই রোগ। না হলে শরীর ও স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। তবে মনে রাখবেন, নিয়মিত যদি পালংশাককে ডায়েটে জায়গা করে দিতে পারেন, তাহলেই অনায়াসে এই রোগকে কন্ট্রোলে রাখা সম্ভব হবে। ব্লাড প্রেশার একটি ক্রনিক অসুখ। এই রোগকে বশে না রাখলেই বড় বিপদ! সেক্ষেত্রে হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকে শুরু করে একাধিক জটিল রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই যেভাবেই হোক হাই প্রেশারকে বশে রাখতে হবে। আর এই কাজে সাফল্য পেতে চাইলে সবার প্রথমে কাঁচা লবণ এবং লবণ সমৃদ্ধ যেকোনও খাবারের থেকে বাড়িয়ে নিন দূরত্ব। এমনকি খাওয়া চলবে না ফাস্টফুড। তার বদলে নিয়মিত ডায়েটে রাখুন পালংশাক। তাতেই ব্লাড প্রেশার বশে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

সারা পৃথিবীর প্রথম সারির সব পুষ্টিবিজ্ঞানীরা পালংশাকের প্রশংসা করেন। তাদের কথায়, এতে রয়েছে ভিটামিন কে, ভিটামিন এ, ফোলেট, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, রাইবোফ্লাভিন, আয়রন, ভিটামিন ই, কপার, পটাশিয়াম, ভিটামিন বি৬ থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। শুধু তাই নয়, এতে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। যেই কারণে নিয়মিত এই শাক খেলে শরীরে প্রদাহ কমে। দূরে থাকে একাধিক ঘাতক সমস্যা। তাই আপনার রোজের ডায়েটে অবশ্যই পালংশাককে জায়গা করে দিতে পারেন। বিশেষজ্ঞরা জানালেন, এই শাকে রয়েছে পটাশিয়ামের ভাণ্ডার। আর এই উপাদান রক্তনালীকে শান্ত করে এবং ব্লাড প্রেশার কমায়। শুধু তাই নয়, পটাশিয়ামের গুণে প্রস্রাবের মাধ্যমে শরীরে উপস্থিত অত্যধিক সোডিয়ামও বাইরে বেরিয়ে যায়। যার দরুন কমে ব্লাড প্রেশার।এখানেই শেষ নয়, এতে উপস্থিত ম্যাগনেশিয়াম, ফোলেট এবং একটি বি ভিটামিন নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে। সেই কারণেও কমে যায় ব্লাড প্রেশার। তাই হাই ব্লাড প্রেশারের রোগীরা নিয়মিত এই সবজি খেতে ভুলবেন না যেন। একজন সুস্থ মানুষ দিনে মোটামুটি ৫০ গ্রাম পালংশাক খেতে পারেন। আর বর্ষায় এই শাক রান্নার সময় তা আগে ভালো করে পরিষ্কার করে নিন। কোনো জায়গা নষ্ট হয়ে গিয়ে থাকলে তা বাদ দিয়ে দিন। তারপর ভালো করে সেদ্ধ করে রাঁধুন। তাতেই ব্লাড প্রেশারকে অনায়াসে বশে রাখতে পারবেন।