ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

স্মার্টফোন গরম হলে করণীয়

স্মার্টফোন গরম হলে করণীয়

গ্রীষ্মে শুধু শরীর নয়, গরম হচ্ছে আপনার প্রিয় স্মার্টফোনটিও। আর ফোন গরম হলেই ম্যালফাংশেনিং হতে শুরু করে। শুধু অ্যান্ড্রয়েড নয়, আইফোন ব্যবহারকারীরাও এই সমস্যার সম্মুখীন হন। সে কারণে ফোন ঠান্ডা রাখা জরুরি। কীভাবে ফোন গরম হওয়া থেকে রক্ষা করবেন? প্রথমত বাড়ির বাইরে বেরোলে ব্যাগের ভিতরে অথবা পকেটে ফোন রাখুন। এর ফলে সরাসরি ফোনে রোদ লাগবে না এবং গরম হওয়ার সম্ভাবনাও থাকবে না। দ্বিতীয়ত, রাস্তায় বা যাতায়াতের সময় একাধিক অ্যাপ ব্যবহার করবেন না। প্রয়োজনীয় একটি বা দুটি অ্যাপ-ই মিনিমাইজ করে রাখতে পারেন। তৃতীয়ত, একটানা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করবেন না। এর ফলে ফোন গরম হতে পারে। সে কারণে অন্তত ১০ মিনিট করে ফোনের স্ক্রিন অফ রাখুন। চতুর্থত, বর্তমানে স্মার্টফোনের জন্য কুলিং প্যাড বা কুলিং ফ্যান কিনতে পাওয়া যায়। স্মার্টফোনেরম পেছনে ওই ডিভাইস লাগিয়ে সহজেই ফোন ঠান্ডা করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত