ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামবন্দর

১২ কোটি টাকা রাজস্ব ফাঁকি

১২ কোটি টাকা রাজস্ব ফাঁকি

চট্টগ্রাম বন্দরে ২০ ফুট লম্বা একটি কনটেইনারে আনা বিদেশি মদের চালানে বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ধরা পড়েছে। এ চালানে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। ফেব্রিক্স ঘোষণায় চালানটি এসেছে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের নামে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং। কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানান, রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে এক কন্টেইনার (২০ ফিট) মদের চালান আটক করেছে। কনটেইনারে ১১১৪ কার্টনে বিভিন্ন ব্রান্ডের মদ পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি টাকা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত