ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

পাটের দাম বেশি পেয়ে খুশি কৃষকরা

পাটের দাম বেশি পেয়ে খুশি কৃষকরা

দিনাজপুরের ঘোড়াঘাটে পাট জাগ দেয়া, পাটের আঁশ ছাড়ানো ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকেই পাট শুকিয়ে বাজারে বিক্রিও করছেন। কৃষিপ্রধান এদেশে এক সময়ের প্রধান অর্থকারী ফসল পাট চাষে কৃষক দুরবস্থার সম্মুখীন হলেও চলতি মৌসুমে পাট চাষে আগ্রহ বেড়েছে। গত বছরের তুলনায় হেক্টরপ্রতি পাটের ফলন বৃদ্ধিসহ পাটের দাম পেয়ে খুশি কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১৩ হেক্টর জমিতে দেশি তোষা জাতের পাটের চাষ করেছে কৃষকরা। হেক্টরপ্রতি পাটের গড় ফলন নির্ধারণ করা হয়েছে ১৩.১০ বেল। এ পরিমাণ জমিতে পাটের উৎপাদন নির্ধারণ করা হয়েছে ১৪৮০ বেল। যা গত বছর হেক্টরপ্রতি পাটের গড় ফলন ছিল ১০.৯ বেল। উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের পাট চাষি রায়হান জানান, গত বছর প্রতি মণ পাট বিক্রি করেছি ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। বর্তমানে ভালো মানের পাটের মূল্য ৩২০০ টাকা মণ ও নিম্ন মানের পাটের মূল্য ২৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে পাটের ন্যায্যমূল্য পেয়ে চাষিদের মাঝে এখন পাট চাষে আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত