ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৌদি কারাগারে আট প্রবাসী পরিবারের উৎকণ্ঠা

সৌদি কারাগারে আট প্রবাসী পরিবারের উৎকণ্ঠা

সৌদিতে ১৬ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া আয়োজন করতে গিয়ে দেশটির পুলিশের হাতে আটক হয়ে কারাগারে থাকা আট প্রবাসী ব্যবসায়ীর মুক্তি দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। একই সাথে, তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপও কামনা করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী ব্যবসায়ী জয়নাল আবেদীনের ভাগিনা নুরুল কবির এই দাবি তুলে ধরেন। এই সংবাদ সম্মেলনে আট পরিবার থেকে আসা সদস্যরা ও কিছু মুক্তিপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত ছিলেন। নুরুল কবির জানিয়েছেন, ঘটনার দিন সৌদি পুলিশ ৭২ জনকে আটক করেছিল। পরে ২৫ জনকে আটক রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়। বর্তমানে আটজন এখনও কারাগারে রয়েছেন। তাদের কোনো খবর পাচ্ছেন না পরিবারগুলো। দূতাবাসের সাথে যোগাযোগও করা যাচ্ছে না, ফলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও দুশ্চিন্তায় রয়েছেন। তিনি আরো বলেন, আটকদের দেশে ফেরত পাঠানো হলে তা দেশ ও পরিবার উভয়ের জন্য ক্ষতিকর হবে। তারা সেখানে ২০-২২ বছর ধরে ব্যবসা করছেন এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, যা প্রায় হাজার কর্মীর বেকার হওয়ার ঝুঁকি তৈরি করবে। তাই তারা বর্তমান সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত মুক্তির জন্য সহযোগিতা প্রার্থনা করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদিতে অনুষ্ঠানের জন্য আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এবং ৫০০ জনের বেশি জমায়েতের নিয়মও নেই। কিন্তু আয়োজকরা কয়েক হাজার লোকের দোয়া আয়োজনের ব্যবস্থা করেছিলেন, যা সৌদি পুলিশকে উদ্বিগ্ন করে তোলে এবং তাদের আটক করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত