গোলযোগের আশঙ্কায় ছয়টি ফ্যাক্টরি ছুটি ঘোষণা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
পাওনা বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা গতকাল বুধবার সকাল ৮টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় সড়কে অবস্থান নেয়। এতে যানচলাচল বন্ধ হয়ে গেলে চক্রবর্তী এলাকা থেকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা পর্যন্ত দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়। পরে গোলযোগের আশঙ্কায় সকাল ১০টায় কর্তৃপক্ষ তাদের শাখাধীন ছয়টি ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে। ওই ফ্যাক্টরিগুলো হলো- জিন্স প্লাস লি., শ্রীপুর আশুলিয়া, শমশের নীট শ্রীপুর, আশুলিয়া, ইয়ং সক্স লেবেল লি. শ্রীপুর, আশুলিয়া, কুশিয়ারা ফ্যাশন লি., মোজারমিল, আশুলিয়া, ইউরো আর্তে লি., বিরপুর, আশুলিয়া, সিনহা ডেনিম লি., জিরানী বাজার, আশুলিয়া, ঢাকা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আমাদের জুলাই মাসের বেতন এখনো পর্যন্ত দেয়া হয়নি। তার উপর আজ (বুধবার) ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।