ফ্যাসিস্ট হাসিনা একক কোনো ব্যক্তি নয়, অনেকগুলো ব্যক্তির সমষ্টি
সমন্বয়ক মাহিন সরকার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি
শেখ হাসিনাকে পৃথিবীর সেরা স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা একক কোনো ব্যক্তি নয়। অনেকগুলো ব্যক্তির সমষ্টি ফ্যাসিস্ট হাসিনা। তার পেছনে বিশাল কর্পোরেট হাউজ আছে। এর পেছনে ছিল এই কর্পোরেট হাউজ নিয়ন্ত্রিত মিডিয়া হাউজ। তারা নিয়মিত তার গুণগান প্রচার করত। গতকাল শুক্রবার দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মাহিন সরকার। জয়পুরহাটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, রাষ্ট্র সংস্কার করতে হবে। যদি রাষ্ট্র সংস্কার না করা হয় তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারাও ডিক্টেটর (স্বৈরশাসক) হয়ে যাবেন। এ জায়গাগুলো ঠিক করে দেয়া উচিত। প্রয়োজনে আমাদের সংবিধান পুনর্লিখন করতে হবে। আইনের অনেক ফাঁক-ফোকর, জটিলতা আছে। অনেক মানুষ কিন্তু সহজ-সরল, তারা কাগজের ভাষা বোঝেন না। এই জটিলতা থেকে তারা মুক্তি চান। জয়পুরহাটে সাবেক দুই এমপিসহ ৩২৮ জনকে আসামি করে আরেকটি মামলা গুলিতে আহত তরুণের মামলা, সাবেক দুই এমপিসহ আসামি ৩৬ জয়পুরহাটে ১৯০ জনকে আসামি করে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মামলা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহতদের পরিবারের সদস্য ও আহত কয়েকজন বক্তব্য দেন।