ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম বদলাতে করণীয়

অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম বদলাতে করণীয়

গুগল অ্যাকাউন্ট তৈরির পর প্রতিষ্ঠানটির সব সেবায় আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যায়। জি-মেইল, ইউটিউব, ড্রাইভ, ফটোজ ইত্যাদি সেবা ব্যবহারের সময় সেই নামই থাকে। এই নাম পরিবর্তনের প্রয়োজন দেখা দিতে পারে যেকোনও সময়। তবে কাজটা সহজ না হওয়ায় অনেকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান। কিছু ধাপ জানা থাকলে দরকার হবে না নতুন অ্যাকাউন্টের। ১. গুগলে চাপ দিন। ২. ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যান। ৩. ওপরের দিকে থাকা পারসোনাল ইনফো অপশনে ক্লিক করুন। ৪. এবার বেসিক ইনফোর অধীনে নেম অপশন থাকবে। সেখানে ক্লিক করে এডিট অপশন থেকে নাম পরিবর্তন করুন। এক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চাইতে পারে। ৫. শেষে ডান-এ ক্লিক করুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত