ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সারজিস আলম

প্রতিবাদ থেমে গেলে স্বৈরাচাররা বিভিন্ন রূপে ফিরে আসবে

প্রতিবাদ থেমে গেলে স্বৈরাচাররা বিভিন্ন রূপে ফিরে আসবে

প্রতিবাদ জারি না থাকলে অন্যায়কারীরা সমাজে বিভিন্ন রূপে ফিরে আসবে এবং স্বপ্নের বাংলাদেশ সাজাতে বাধা সৃষ্টি করবে বলে উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, বিগত বছরগুলোতে স্বৈরশাসন আমলে যে অন্যায়গুলো ছিল সেগুলো এখনো শেষ হয়ে যায়নি। এসময় তিনি ছাত্র-জনতাকে অনুরোধ করে বলেন, আপনারা যদি আগামীর স্বপ্নের বাংলাদেশ দেখতে চান তাহলে প্রতিবাদ জারি রাখুন। নয়তো আওয়ামী লীগ ১৬ বছরে বাংলাদেশে যে দুর্নীতির সিস্টেম তৈরি করেছে, আবার তার একটি নতুন চলচ্চিত্রায়ন দেখা যাবে। যে যে ধর্মের বা দলেরই হোক না কেন, সে যদি চাঁদাবাজি করে, দুর্নীতি করে তাকে অন্যায়কারী হিসেবে চিহ্নিত করতে হবে এবং প্রতিবাদ করতে হবে। সীমান্ত হত্যা প্রসঙ্গে সারজিস বলেন, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। আমরা ফেলানির মতো আর কাউকে ঝুলে থাকতে দেখতে চাই না। ভোটের বিষয়ে সবাইকে সচেতন করে তিনি আরো বলেন, আপনারা আপনাদের দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছেন। আপনাদের মূল্যবান ভোটটি কোনো কিছু চিন্তা না করে, না বুঝে একটি মাত্র মার্কাতে (নৌকা) ফিক্সড করে রেখেছেন। সারজিস বলেন, এ বাংলাদেশে এরপর থেকে যা হবে তা ছাত্র-জনতার রায়ের ভিত্তিতে হবে। কোনো পরিবার থেকে নয় এবং কোনো ফ্যাসিস্ট সিস্টেম থেকে নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, এ আন্দোলনে আমাদের বোনেরা ঢাল হিসেবে সামনে ছিলেন। নারীদের সম্মান করতে হবে। এছাড়া যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ রাখতে হবে এবং আহতদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত